Logo

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে গাজীপুর সিটির মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭
6Shares
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে গাজীপুর সিটির মতবিনিময়
ছবি: প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুর সিটি কর্পোরেশনের নগরভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের সহায়তায় এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পরিচালিত ‘নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর (SUWC)’ প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে নগর এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়নের কৌশল, নাগরিক স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, পরিকল্পিত ও আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও মানবসম্পদ) সানিউল কাদের, এসএনভির তানিয়া তাবাসসুম ও তানভীর চৌধুরী। তারা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মো. রেজাউল বারী বাবুল। তিনি বলেন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমত উল্লাহ, নগর পরিকল্পনাবিদ সুমনা শারমিন, রাজস্ব কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক আরেফিন বাদল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, সরকারি মহিলা কলেজ গাজীপুরের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, কলকারখানা অধিদপ্তর গাজীপুরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন এবং দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাহান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভা থেকে আধুনিক ও পরিবেশবান্ধব পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা জোরদার, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয়ের মাধ্যমে সেবার গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD