Logo

সিরাজদিখানে ককটেল ফাটিয়ে ২৬ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৪ ডিসেম্বর, ২০২৫, ২২:১৫
9Shares
সিরাজদিখানে ককটেল ফাটিয়ে ২৬ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কুয়েত প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে ।

এ সময় ডাকাতরা প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। কুয়েত থেকে দেশে আসার ৫ দিনের মাথায় ডাকাতির কবলে পড়লেন আল-আমিন।

বিজ্ঞাপন

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১৫ থেকে ২০ জন মুখোশ পরা ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে আমাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র (শটগান)। এ সময় ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় ।

ডাকাতির পরে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িটিতে প্রবেশ করতে এবং দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম হান্নান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD