সফরে কারা যাবেন সেটা প্রধানমন্ত্রীর বিষয়: দীপু মনি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সফরে কারা যাবেন সেটা প্রধানমন্ত্রীর বিষয়: দীপু মনি

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, কারা সফরে যাচ্ছেন, কারা যাচ্ছেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়।  

সোমবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সঙ্গী হওয়ার কথা ছিলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয়েছে তাকে একটি সূত্র থেকে জানা গেছে। 

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেছেন। তার বিদেশ সফরে আমি নেই। অতএব অন্য আর কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এখন এমন একটা সময়, যখন যে কেউ বাদ পড়তে পারেন। কেউ যাননি, তার পেছনে কী কারণ আছে, সেটা আমার জানার কোনো সুযোগ নেই। সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে।  

প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেও ড. মোমেন জানিয়েছিলেন তিনি এ সফরে রয়েছেন।  

আরএইচ/