বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা করালেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অসুস্থতার কারণে নয়াদিল্লি সফরে না যেতে পারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান।
বিএসএমএমইউর একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমেক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এসেছিলেন। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।
তিনি জানান, এ সময় মন্ত্রীর স্ত্রীও এসেছিলেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কার্ডিওলজি বিভাগে ইকো, ইসিজি করেছেন। এরপর তিনি বাসায় চলে যান।
আরএইচ/