রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির আইটিসি হোটেলের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে বিমান বাংলাদেশের এক বিশেষ ফ্লাইটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেয় ভারত। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হোটেল আইটিসি মাওরায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত শেষে হোটেলে ফিরে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গৌতম আদানির সঙ্গে বৈঠক করেন।

আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। শেষে দিল্লির হায়দরাবাদ হাউসে একান্ত বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে হোটেলে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সঙ্গে।

প্রধানমন্ত্রী বুধবার সকালে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নবিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি মতবিনিময় করবেন সেখানকার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। এই মতবিনিময় সভার পর তার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী।

ওইদিন বিকেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যদের হাতে মুজিব স্কলারশিপ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জয়পুর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে আজমির শরিফ দরগায় যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে ওই দিন সন্ধ্যায় জয়পুর বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের সরকারপ্রধান।

আগামী বৃহস্পতিবার রাত ৮টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

আরএইচ/