শাহজালাল ইসলামি ব্যাংকের বৃক্ষরোপণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শাহজালাল ইসলামি ব্যাংকের বৃক্ষরোপণ

শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশঘরিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার ব্যাংক সংলগ্ন পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড দশঘরিয়া শাখার ম্যানেজার জালাল উদ্দিন, ডেপুটি ম্যানেজার জহিরুল ইসলাম, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড দশঘরিয়া শাখার সিনিয়র অফিসার মো. ওসমান গনী, সিনিয়র অফিসার জাফরুল করিম, প্রবেশনারী অফিসার আতাউল হক বিপ্লব, পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল বাকের, সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য মাঈনউদ্দিন সহ প্রমুখ। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে বিভিন্ন জাতের সহশ্রাধিক ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আরএইচ/