ইভিএমে ভোট কারচুপি হবে না: সিইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইভিএমে ভোট কারচুপি হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম দিয়ে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না। 

বুধবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা ইভিএম নিয়ে অভিযোগ করেন তাদের প্রামাণ করতে হবে।' ৩৯ নাগরিকের বিবৃতির প্রেক্ষিতে সিইসি এমন মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন ‘ইভিএম-এর কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই।। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতক দলগুলোকে সমাধান করতে হবে। ইভিএম কোনো দুর্বল যন্ত্র নয়।

ব্যালটেও তেমন কোনো সুবিধা নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘ব্যালটে পরাজিত প্রার্থী আদালতে মামলা করে ভোট পুনরায় গণনা করে জয়ী হয়েছে বিগত ৫০ বছরে এমন নজির নেই।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘১৫০ আসনেই ইভিএমে ভোট হবে। এটা কমিশনের সিদ্ধান্ত।’

আরএইচ/