চেঙ্গী নদীতে গোসলে নেমে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চেঙ্গী নদীতে গোসলে নেমে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, পানছড়ির ছোট ধনপাড়ার স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২) এবং পূর্ণ চাকমার মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) ও তার ছেলে পিবির চাকমা (২)।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুইজনও ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম জনবাণীকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসএ/