ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফার্নিচার ব্যবসায়ী সুজিত সূত্রধর হত্যা মামলায় গ্রেফতার বর্তমান ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানের স্বজনরাসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর সাথে তর্কবিতর্কের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় সুজিত সূত্রধর। এই হত্যার ঘটনায় হাজীপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও ঢাকায় বসবাসকারী সহোদর মনিরুজ্জামান খানসহ ১৬ জনকে আসামী করা হয়। হত্যার দুইদিন পর নিহতের ছেলে সুজন সূত্রধর বাদী হয়ে করা এই মামলায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইকে আসামী করা হয়। 

উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন শেষে গত সোমবার নরসিংদীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালত চেয়ারম্যান ও তার ভাইকে কারাগারে পাঠায়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃৃতিক সংগঠনের কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে। 

সুজিত সূত্রধর হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা ও নির্দোষ চেয়ারম্যান ও সহোদরের মুক্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

আরএইচ/