Logo

মশক নিধন: ডিএনসিসির অভিযান শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
34Shares
মশক নিধন: ডিএনসিসির অভিযান শুরু
ছবি: সংগৃহীত

এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির পৃথক ১০টি অঞ্চল থেকে আজ রোববার (১১ সেপ্টেম্ব...

বিজ্ঞাপন

এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির পৃথক ১০টি অঞ্চল থেকে আজ রোববার (১১ সেপ্টেম্বর) একযোগে এ অভিযান শুরু করা হয়েছে। প্রতিটি অভিযানে সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দিচ্ছেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, কারো বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র। সে অনুযায়ী সকাল ১০টা থেকে প্রতিটি অঞ্চলে অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ডিএনসিসিকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। যেখানে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছেন, সেখানই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া মশক কর্মীরা ওষুধ স্প্রে করছেন।

বিজ্ঞাপন

এদিকে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ধারণা করা হয়েছিল অন্যান্য সময়ের তুলনায় এ বছর ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। তাই, বর্ষা মৌসুম শুরুর আগেই আমরা বছরের শুরু থেকে ডেঙ্গুনিয়ন্ত্রণে জনগণকে সচেতন করাসহ নানা কর্মসূচি চালিয়ে আসছি। তবে, অতীতের সঙ্গে পরিসংখ্যানে দেখা যাচ্ছে এবছর ডেঙ্গুরোগীর সংখ্যা অনেকটা কম। আমাদের কার্যকর পদক্ষেপের কারণে এখন পর্যন্ত ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। 

আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD