আত্রাইয়ে এমপির মতবিনিময় সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আত্রাইয়ে এমপির মতবিনিময় সভা

দেশের সার্বিক উন্নয়ন, চাহিদা, সামজিক সম্প্রীতি ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে করনীয় সস্পর্কে নওগাঁর আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মতনিমিয় করেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল এমপি।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ.লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার তদন্ত (ওসি) মো. লুৎফর রহমানসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে নিজ এলাকার উন্নয়ন তুলে ধরে এমপি আলহাজ¦ মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, দেশের আপামর জনগণের মধ্যে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। নৌকা উন্নয়নের মার্কা। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। সরকারের পক্ষে ইউনিয়ন পর্যায় আপনারা উন্নয়নমূলক কাজ করে থাকেন। 

জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, আপনাদের সবাইকে জনগনের পাশে থেকে সরকারের দৃশ্যমান উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজকে তুলে ধরার আহব্বান জানান।

আরএইচ/