মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন যুবক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন যুবক

হবিগঞ্জের চুনারুঘাট অপহরণের পর মুক্তিপনের টাকা পেয়ে এক যুবককে মুক্তি দেয়া হয়েছে। অপহৃত যুবক এরশাদ আলী(৪০) উপজেলার আহম্মদাবাদ ইউপির খাসপাড়া গ্রামের শুক্কুর আলীর পুত্র। 

জানা যায়, গত বুধবার এরশাদ আলীকে আমু চা-বাগান এলাকার গান ঘরের সামনের রাস্তা থেকে একদল দুর্বৃত্ত এরশাদকে অপহরণ করে গাড়িতে করে কিশোরগঞ্জে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চলে এরশাদ উপর। পরে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিলে বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় স্থানীয় আমুরোড বাজারে তাকে ফেলে রেখে যায়। এ ঘটনা পুলিশ বা আইন-শৃংখলা বাহিনীকে না জানানোর হুমকি দিয়ে যায় অপহরণকারীরা। 

শুক্রবার (২৯ জানুয়ারি) পরিবারের লোকজন এরশাদকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ জনবাণীকে বলেন, 'বিষয়টি সম্পর্কে আমি জানতে পেরেছি, এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। 

এসএ/