বেনাপোলে স্বর্ণসহ আটক ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২২


বেনাপোলে স্বর্ণসহ আটক ২
বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি

বেনাপোল সীমান্ত এলাকায় প্রাইভেট কারের মধ্যে থেকে ১ কেজি ৬০ গ্রাম ওজনের বড় ১ পিস স্বর্ণের বারসহ দুই যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। 

আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের আঁশা (২৮) ও একই এলাকার নামাজ গ্রামের সোহানুর রহমান বিশাল(২৭)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি প্রাইভেট কারে করে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পুটখালি  সীমান্ত দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্টে অভিযান চালিয়ে  সন্দেহ ভাজন একটি প্রাইভেট কার গতি রোধ করা হয়। এ সময় প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে পেছনের ছিটের পাপোশের মধ্যে লুকিয়ে রাখা ১ কেজি ৬০ গ্রাম ওজনের ১ পিস বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কারসহ দুই জনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৪৪ হাজার টাকা। এবং  আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জাননা। 

জেবি/ আরএইচ/