Logo

বরগুনায় দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২২, ১৪:৪৮
31Shares
বরগুনায় দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

শারদীয় দূর্গা উৎসব

বিজ্ঞাপন

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি এসএম মশিউর রহমান শিহাব। 

এ উপলক্ষে সকাল দশটায় বরগুনা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শাড়ির, লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজসহ রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এ সময় এসএম মশিউর রহমান বলেন, শুধু দুর্গা উৎসবই নয় আমি ঈদ, কোরবানি এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি এই উৎসবটি সকলের সাথে ভাগাভাগি করার জন্য শত ব্যস্ততার মাঝে ছুটে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এম করে জানি যতো দিন বাঁচবো। আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি। 

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD