জীবননগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২২

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ায় ব্যবহৃত মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী রুবেল (২৫) গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী রুবেল হোসেন উপজেলার মাধবখালী গ্রামের আব্দুল মালেকের পুত্র।
জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হোসেন (২৫) কে ১৫ বোতল ফেনসিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেলে হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
জেবি/ আরএইচ/