পল্টনে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২২
রাজধানীর পল্টনে লেভেল ক্রসিং বক্সের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, পল্টন থানাধীন লেভেল ক্রসিং বক্সের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
জেবি/ আরএইচ/