বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার চুনারুঘাট সদর উপজেলার হাসারগাঁও গ্রামে খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা অভিযান পরিচালনা করে বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামের ইদ্রিছ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সহায়তা করে চুনারুঘাট থানার একদল পুলিশ।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি/ আরএইচ/