জীবননগর পরোয়ানাভুক্ত ৯ আসামী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৮ এএম, ৪ঠা অক্টোবর ২০২২


জীবননগর পরোয়ানাভুক্ত ৯ আসামী গ্রেফতার
৯ জন আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী উপজেলার সুটিয়া বাজার পাড়ার আমিনুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ, সিংনগর ব্রীজপাড়ার আব্দুল করিমের স্ত্রী রুপভান,আন্দলবাড়িয়া গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে কাবিল মন্ডল ও একই গ্রামের ইসাহাক মন্ডলের ছেলে বুধো মন্ডল, মৃত এনামুল হকের ছেলে মানিক মন্ডল, আন্দলবাড়ীয়া গোডাউন পাড়ার আহম্মদ মন্ডলের ছেলে মজিবর রহমান, আন্দলবাড়ীয়া বাজার পাড়ার শওকত শেখের ছেলে লিটন শেখ ও লিটন শেখের স্ত্রী নুলফুন নেছা পাখি ও সুটিয়া দক্ষিণপাড়ার পাঞ্জু মালিথার ছেলে রসুল মালিথাকে আটক করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক জানান, গ্রেফতারকৃত ৯ আসামীকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

জেবি/ আরএইচ/