বাঁচতে চায় শিশু নীলা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২
দীর্ঘ ৮ বছর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে কঠিন যন্ত্রণার সাথে লড়ছে যশোরের শার্শা সীমান্তের নীলা খাতুন নামের এক শিশু। অর্থের অভাবে আদরের সন্তানকে চোখের সামনেই নীরবে শেষ হতে দেখছেন শিশুটির মা বাবা। পরিবারের দাবী মাত্র ৩ লাখ টাকা হলেই সুস্থ হয়ে উঠবে শিশু নীলা।
জানা যায়, ১১ বছরের ছোট্ট শিশু নীলা খাতুন। নিষ্পাপ মায়াবী চেহারায় তার ফুটে উঠেছে বাঁচার আকুতি। দীর্ঘ ৮ বছর এক কঠিন যন্ত্রণা নিয়ে এভাবে বিছানায় শুয়ে সে। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আসাদুজ্জামান ও রত্না খাতুনের মেয়ে নীলা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ৮ বছর পার করলেও অর্থাভাবে দিন দিন মৃত্যু পথযাত্রী সে আজ। মেয়ের বর্তমান এই করুন পরিনতিতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন শিশুটির গরীব মা বাবা। সহায় সম্বল যা ছিলো দীর্ঘদিন মেয়ের পেছনে খরচ করে এখন দিশেহারা হয়ে পড়েছেন আসাদুজ্জামান ও রত্না খাতুন দম্পতি।
জানা গেছে, নীলার জন্মের মাত্র আড়াই মাস বয়স থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। সেই থেকে দীর্ঘ ৮ বছর ধরে তার শরীরে রক্ত দিয়ে আসছিলেন পরিবার। বর্তমান সেটা জটিল আকার ধারণ করেছে। নীলার পেট ফুলে পড়েছে। চিকিৎসা করানোর জন্য হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। তার চিকিৎসার ব্যয় হবে মাত্র ৩ লাখ টাকা। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তশালী ও সকল শ্রেণি পেশার মানুষসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন শিশু নিলার মা বাবা।
শিশুটির মা-বাবা বলেন, টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত শিশু নিলা। প্রধানমন্ত্রীসহ সমাজের মানুষ যদি সহযোগিতা করেন তাহলে শিশুটি কে বাঁচানো যাবে। শিশু সন্তানকে বাঁচাতে মা-বাবার আকুতিতে মুহূর্তের মধ্যে পরিবেশ ভারি হয়ে ওঠে।
রুদ্রপুর গ্রামের ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন বলেন, আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। শিশুটাকে বাঁচাতে অনেক আর্থিক সহযোগিতা প্রয়োজন। সমাজের বিত্তশালী ও সকল শ্রেণি পেশার মানুষের কাছে কামনা করছি। ছোট্ট শিশু নীলাকে বাঁচাতে জরুরি ভাবে প্রয়োজন তিন লাখ টাকা। সমাজের সাধারণ মানুষ ও বিত্তশালী সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি একান্ত প্রয়োজন। তাহলেই বাঁচতে পারে সে।
নিলাকে বাঁচাতে মানবিক সাহায্যের জন্য মোবাইল (বিকাশ) নং ০১৭৮৪৫৫৪২৯১। ব্যাংক একাউন্ট বাগআঁচড়া শাখা নাং ০২১৩১২২০০০১২৯০৪।
জেবি/ আরএইচ/