নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দেবী দূর্গাকে বিদায়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২২


নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দেবী দূর্গাকে বিদায়
সিদুর খেলা

নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা। আজ বুধবার সকালে পূজা মন্ডপে মন্ডপে এই সিদুর খেলার আয়োজন করা হয়েছে। দেবীকে এ বছরের মত বিদায় দিতে চন্দন, ধুপ আর সিঁদুর দেবীর পায়ে নিবেদন করলেন ভক্তরা।

ঢাক আর উলু ধ্বনিতে মুখরিত নওগাঁর বিভিন্ন দূর্গা মন্ডপগুলো। পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলু ধ্বনি মন্ডপগুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ।

আজ বুধবার সকাল থেকে দুপুর পযর্ন্ত মন্ডপে মন্ডপে আনুষ্ঠানিক পূজা অর্চনা শেষে সিঁদুর খেলার মধ্যে দিয়ে ভক্তরা মা দূর্গাকে স্ব স্ব মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। 

তবে আজ বৈকালে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় ওঠানো হবে দেবীকে। নৌকায় বাইচ বা ভ্রমন শেষে সন্ধ্যায় মায়া কাটিয়ে প্রতিমাকে বিসর্জন দেয়া হবে নদীতে। এবার দূর্গা দেবী এসছিলেন গজে চেপে আর গমন করবেন নৌকায়। এবার নওগাঁ জেলায় ৮১৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

জেবি/ আরএইচ/