নৌকায় চরে বিদায় নিলেন দেবী দুর্গা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:২৯ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২২
শামীম আহম্মেদ, ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমী আজ। ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মেতেছে মন্ডপগুলো।
আজ বুধবার দশমীবিহিত পূজার মধ্য দিয়ে শেষ হলো সমাপনী ও প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন ‘পিতৃগৃহ’ এই ধরণীতে।
এর আগে গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এ মহা-দুর্গোৎসব। করোনা মহামারির কারণে গত ২ বছর পূজা হলেও হয়নি উৎসব। তবে এবছর দুর্গোৎসব জমজমাট হয়েছে বলে আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
গত বছরের চেয়ে এবার বেড়েছে মণ্ডপের সংখ্যাও। জাঁকজমক আয়োজনে দেবীবন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা।
পূজা উদযাপন পরিষদের হিসাব মতে, দেশে এবার প্রায় ৩২ হাজার ১৬৮ টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। এই সংখ্যা গতবারের চেয়ে অনেকটাই বেশি। এদিকে ঢাকা মহানগরে পূজা হয়েছে ২৪১টি মণ্ডপে।
পঞ্জিকা অনুযায়ী, শনিবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়ে আজ বুধবার দশমীবিহিত পূজার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে সমাপনী ঘটলো শারদীয় দুর্গপূজার।
জেবি/ আরএইচ/