দুমকিতে শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৫ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২২


দুমকিতে শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালী
শিক্ষক দিবসে র‌্যালী

পটুয়াখালীর দুমকি উপজেলার বেসরকারী স্কুল ও কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১১ টায় নতুন বাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে শেষ হয়। 

র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সমন্বয়কারীর সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, যুগ্ন সম্পাদক মোসা. নাসিমা বেগম, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কমিটির সভাপতি আ. রব জোমাদ্দার, সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন সুমন, প্রভাষক আনিচুর রহমান মিন্টু, সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর-রশীদ।

জেবি/ আরএইচ/