ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২২
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
আজ শনিবার (৮ অক্টোবর) কমলাপুর থেকে একটি সূত্র জানান, শুক্রবার দিনগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে- ওই তরুণী দেশের বাড়ি নেত্রকোনা থেকে একটি ট্রেন করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে এক নং প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেবি/ আরএইচ/