‘নেতাকর্মীদের মুক্তি না দিলে কর্মসূচি চলবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৮ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২২
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ছাত্র অধিকারের নেতাকর্মীদের মুক্তি না দিলে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।
আজ শনিবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটে অবস্থান কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।
ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে অর্ধশতাধিক নেতাকর্মীসহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে অবস্থান নেয় গণঅধিকার পরিষদ। পরে আদালতের প্রতি আস্থা রেখে কর্মসূচি সমাপ্ত করে নেতাকর্মীদের নিয়ে চলে যান গণঅধিকার পরিষদের সদস্য সচিব।
নুর বলেন, ‘আমাদের ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের প্রতি আস্থা রেখে কর্মসূচি সমাপ্ত করেছি। আদালতের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ভাইদের প্রতি অবিচার করবেন না, ন্যায় বিচার করবেন। আমাদের ভাইদের মুক্তি না হলে নাগরিক সমাজ, রাজনৈতিক সংগঠন নিয়ে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।
জেবি/ আরএইচ/