টাঙ্গুয়ার হাওরে দুরপাল্লার সাঁতার প্রতিযোগীতা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২০ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২২


টাঙ্গুয়ার হাওরে দুরপাল্লার সাঁতার প্রতিযোগীতা
ছবি: জনবাণী

‘টাঙ্গুয়ার হাওর দুরপাল্লার সাঁতার -২০২২’ প্রতিযোগীতা অনুষ্টিত। শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় নীলাদ্রী লেকপাড় হতে তাহিরপুর উপজেলা সদর ট্রলারঘাট প্রায় ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সাঁতার প্রতিযোগীতায় অনুষ্টিত হয়।


সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় সাঁতার প্রতিযোগীতা শুভ উদ্ভোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেসবাহ উদ্দিন।


এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন,বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। সাঁতার প্রতিযোগীতায় প্রথম হয়েছে রাব্বি রহমান(১৫)। 


সে বগুড়া জেলার সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামের আলালুর রহমানের ছেলে। দ্বিতীয় হয়েছে জাহিদ কামাল বিদ্যুৎ। সেও বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিগী গ্রামের নজরুল ইসলামের ছেলে।তৃতীয় হয়েছে এস অঅই এম ফেরদৌস আলম সহকারী পরিচালক ক্রীড়া পরিদপ্তর ঢাকা।


সাঁতার প্রতিযোগীতায় ১২ জন সাঁতারু অংশ নেয়। সাঁতার প্রতিযোগীতায় সার্বিক পরিচালনায় ছিলেন,ঢাকা শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক রুবেল খান ও জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন।


আরএক্স/