চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বি এস এফ'র গুলিতে বাংলাদেশী নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২২ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২২


চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বি এস এফ'র গুলিতে বাংলাদেশী নিহত
ছবি: জনবাণী

চুয়াডাঙ্গার দর্শনা ছোট বলদিয়া সীমান্তে  বি এস এফ'র গুলিতে মুনতাজ আলী (৩৫)নামের  এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহতের লাশ বি এস এফ ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে । 


ঘটনার বিবরনে জানাগেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মুনতাজ আলী (৩৫)কয়েক জন সঙ্গীদের সাথে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে মহিষ নিয়ে আসছিলেন। এসময় রাতের আধারে  ৪ টি মহিষ নিয়ে ৮২/৮৩ মেইন পিলালের মধ্যেবর্তী ৩ নং সাব পিলারের নিকট পৌছালে ভারতীয় বি এস এফ চোরাচালানীদের উপস্হিতি টের পেয়ে ৭/৮ রাউন্ড গুলি চালায়। এতে   বিএসএফের গুলিতে মুনতাজ আলী ঘটনাস্থলে নিহত হয়। তার মৃত্যর সংবাদ গ্রামে পৌছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। 


ভারতের কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জী জানান, রবিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় ৩ এস পিলারের নিকট থেকে বি এস এফ'র গুলিতে নিহত  বাংলাদেশী এক মহিষ ব্যবসায়ীর মরদেহ থানায় হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা।  


অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে মহিষ নিয়ে যাচ্ছিলেন বলে জানায় বিএসএফ সদস্যরা ।এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান একটি গুলিবিদ্ধ মহিশ সহ মুনতাজের লাশ বিএসএফ সদস্যরা উদ্ধার করেছে বলে জানতে পেরেছি, তবে মুনতাজের মরাদেহ বাংলাদেশে আনার আইনগত প্রক্রিয়া চালাচ্ছি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 


এবিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ঘটনাটি শুনেছি। আমরা বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা করছি।  



আক্শ/