মশুরীখোলা দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২২
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গতকাল রবিবার (৯ অক্টোবর) সারাদেশে পালিত হয়েছে। ৫৭০ সালে ১২ রবিউল আউয়াল এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম হয়েছে। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ দিন হিসেবে বিবেচিত।
এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। অন্ধকার যুগ থেকে মানবজাতির মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতায়ালা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই ধরাধামে। পবিত্র কোরআন শরিফে বর্ণিত আছে, মহানবীকে (সা.) কে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য মুসলীম জাহানের নিকট অনেক বেশি।
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে রাজধানীর নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:)-এর নেতৃত্বে মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশের উদ্যোগে গত রবিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় দরবার শরীফ থেকে জশ্নে জুলুশ (র্যালী) বের করেন। এসময় জশ্নে জুলুশে অংশ নেন হযরত শাহ্ আহসানুল্লাহ্ (রহঃ) কমপ্লেক্স-এর সদস্য, দারুল উলূম আহসানিয়া কামিল, দারুল উলূম আহসানিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া এতিমখানার ছাত্র শিক্ষকসহ দরবার শরীফের মুরিদান, ভক্তবৃন্দ ও এলাকাবাসী এবং আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নের্তৃবৃন্দ।
র্যালীটি মশুরীখোলা দরবার শরীফ হতে বের হয়ে, রাজধানীর দয়াগঞ্জ হয়ে ধোলাইখাল, নবাবপুর, জয় কালীমন্দির, আর.কে.মিশন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পূনরায় দরবার শরীফে এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যমে দিয়ে শেষ হয়। আগামী ২৭শে অক্টোবর ১৪৫২ তম পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দ:) উপলক্ষ্যে ওয়াজ-মাহফিল ও হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহ (রহ:) এর ৯৭তম ইসালে সাওয়াব মাহফিলে সকলকে অংশগ্রহণ করার উদাত্ব আহব্বান করেন দরবার শরীফের পীর সাহেব।
এ সময় মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:) বলেন ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মোহাম্মদ সা: দুনিয়াতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এ দিনেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ও তাঁর জন্ম ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।
তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নারীর মর্যাদা ও অধিকার, শ্রমের মর্যাদা এবং মনিবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণ সমগ্র মানবজাতির জন্য চিরকালীন দিশারী হয়ে থাকবে।
জেবি/ আরএইচ