মানসিক অসুস্থতা চিকিৎসায় ভালো হয়: বিএসএমএমইউ উপাচার্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪০ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস -২০২২ পালিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদেরকে মনে রাখতে হবে মানসিক অসুস্থতা চিকিৎসায় ভালো হয়, পাগল বলে কোনো শব্দ নাই, কাউকে পাগল বলা যাবে না। আমাদেরকে সুস্থ থাকতে হবে, স্বস্তিতে থাকতে হবে, মানসিকভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে।
মানসিক রোগের বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। এ বিষয়ে স্ক্রিনিং প্রোগ্রাম জোরদার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে অধিক সংখ্যক মনোরোগ বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে এ বিষয়ে উচ্চতর কোর্সে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, চিকিৎসাসেবা সুযোগ বৃদ্ধির লক্ষ্যে শয্যা সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে।
আগামী ২৭ অক্টোবর ২০২২ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিবস উদযাপিত হবে। সেখানে ভালো গবেষণা কার্যক্রমকে যথাযথভাবে মূল্যায়ন ও পুরষ্কৃত করা হবে। রোবটিক সার্জারি চালু করা, জিন থেরাপি চালু করাসহ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানে উন্নীত করতে যা যা প্রয়োজন তার সকল কিছুই করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দিন কাউসার বিপ্লব প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/