নোটিস না দিয়েই অবৈধভাবে নিলামে বাড়ি বিক্রি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৫১ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২২


নোটিস না দিয়েই অবৈধভাবে নিলামে বাড়ি বিক্রি
ছবি: ইন্টারনেট

কেএম সবুজ, সিরাজগঞ্জ থেকে ফিরে : সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ব্যাংক বেলকুচি শাখা থেকে ব্যবসা করার জন্য ঋন নেন ব্যবসায়ী শামসুল হক নামে এক ব্যক্তি।


এরপর লোনের টাকা যথারীতি পরিশোধ করতে থাকলেও ষড়যন্ত্রমূলক ভাবে পরিশোধে অপারগতা দেখিয়ে কোনও নোটিস না দিয়েই প্রভাবশালী সাজ্জাদ হায়দারসহ তার পরিবারের আরও দুই সদস্যের কাছে বাড়িটি নিলামের ডাক দিয়ে বিক্রি করেন ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম ও রেজাউল করিম।


অন্যদিকে সাজ্জাদ হায়দার প্রভাব খাটিয়ে ব্যবসায়ী শামসুল হকের বাড়িতে হামলা চালিয়ে তার স্থাপনা ভেঙে দেয়।  


এদিকে প্রতিবন্ধী স্ত্রীসহ পরিবারের সদস্যেদের নিয়ে কষ্টে বসবাস করছেন ব্যবসায়ী শামসুল হক। 


ভুক্তভোগী শামসুল হক বলেন, আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সঠিক ভাবে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের সু-দৃষ্টি কামনা করছি।

জেবি/ আরএইচ/