‘ভোটকক্ষে অবস্থান করলে নির্বাচন বন্ধ’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৬ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২২


‘ভোটকক্ষে অবস্থান করলে নির্বাচন বন্ধ’
ফাইল ছবি

গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষে অবৈধভাবে কেউ অবস্থান করলেই ভোট স্থগিত রাখতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 


আজ সোমবার (১০ অক্টোবর) ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এবং ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সার্বিকভাবে ভোটগ্রহণের সময় যাতে ভোটারের ভোট প্রদানের গোপানীয়তা বিঘ্নিত না হয় সে জন্য ইসি থেকে ওই নির্দেশনা দিয়েছে।


ভোট চলাকালে গোপনকক্ষে সংশ্লিষ্ট ভোটার ছাড়া কেউ অবস্থান করতে পারবে না। এ ক্ষেত্রে কেউ ভোটকক্ষে অবৈধভাবে অবস্থান করলে বা ভোটারের ভোট প্রদানে বাধা ও গোপনীয়তা লঙ্ঘন করলে তাৎক্ষণিক ওই কক্ষের ভোটগ্রহণ বন্ধ রাখবে। একই সঙ্গে অবৈধভাবে গোপন কক্ষে অবস্থানকারী ব্যক্তিকে এলাকা ত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইসির এ নির্দেশনায় তাগিদ দেওয়া হয়েছে। বহিরাগতমুক্ত হওয়ার পর প্রিসাইডিং অফিসার নতুন করে স্থগিত কেন্দ্রের ভোট চালু করবেন।


যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও কমিশনের নির্দেশনা দায়িত্বরত ব্যক্তিরা পালন না করেন এবং দায়িত্বে অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিবে ইসি।


এদিকে, ইসির পরিচালক (জনসংযোগ) শাখা থেকে পাঠানো পৃথক বিবৃতিতে বলা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের খসড়া প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে পাঠালেও খসড়ার কোনো অগ্রগতি নেই। কমিশনের ভাষ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে আরপিওর ধারা সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছিল ইসি। পরবর্তী সময়ে গত ৪ অক্টোবর কমিশনের অনুমোদন সাপেক্ষে আরপিওর ইভিএম সংক্রান্ত অনুচ্ছেদে সংশোধনী আনতে খসড়া প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দিয়েছে। সময় পেরিয়ে যাওয়ায় গত ২৮ সেপ্টেম্বর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগকে জরুরি পত্র দ্বারা অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করার জন্য অনুরোধ করা হয়। এর জবাব দেয়নি মন্ত্রণালয়। তাই ফের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

জেবি/ আরএইচ/