বিএডিসিতে ৯ম গ্রেডের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)তে ৯ম গ্রেডে নিয়োগপ্রাপ্ত সর্বমোট ৩৮ কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এ এফ এম হায়াতুল্লাহ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ হতে আগত প্রতিনিধিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বলেন, কৃষি উন্নয়নের উপর ভিত্তি করে দেশের সকল উন্নয়ন নির্ভর করে। বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩%। খাদ্য নিরাপত্তা মোকাবেলায় বর্তমান কৃষিবান্ধব সরকার যুগোপযোগী এবং বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন যে, বুনিয়াদি প্রশিক্ষণ একজন কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি করে। প্রশিক্ষণ একটি অন্তহীন প্রক্রিয়া। দক্ষ জনগণ হচ্ছে একটি দেশের সম্পদ। আপনাদেরকে প্রশিক্ষণ লাভ করে মাঠ পর্যায়ের কৃষি উৎপাদনে নিয়োজিত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কৃষি উন্নয়নের ক্ষেত্রে বিএডিসি’র ভূমিকা অনস্বীকার্য। বিএডিসি’র মাধ্যমে কৃষি উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
অনু্ষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান, বিএডিসি বলেন, প্রশিক্ষিত জনগণ একটি দেশের মূল্যবান সম্পদ। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান করে থাকে। আমাদের দেশের বিশাল জনশক্তিকে মানবসম্পদে রুপান্তর করার ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের একাগ্রতা ও নিষ্ঠারসাথে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা জন্য আহবান জানান।
প্রথমবারের মত প্রশিক্ষণ কার্যক্রমটি রাজধানীর গাবতলীতে অবস্থিত বিএডিসি বীজ পরীক্ষাগারে আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রম ১২ অক্টোবর ২০২২ তারিখে শুরু হয়ে ২৯ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত চলবে। সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে ১১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষ হবে।
আরএক্স/