রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর কৃষকের মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২৪ পিএম, ১৩ই অক্টোবর ২০২২


রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
কৃষকের মরদেহ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের চার দিন পর উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডু পাড়া খাল থেকে অর্ধগলিত কৃষকের মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশ। নিহত কৃষক সাইফুল ইমলাম (৫৫) রায়গঞ্জ উপজেলার জয়ান পুর গ্রামের মৃত আহের আলী(টুক্কা)র ছেলে। 


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জরিত সন্দেহে রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল আহম্মেদ (২৫) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।


রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় তার পরিবার থানায় জিডি করে। বুধবার রাতে সন্দেহ মুলক ভাবে শাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে শাকিল হত্যার ঘটনা স্বীকার করে। পরে তার তথ্যমত সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।


এ বিষয়ে রায়গঞ্জ থানার তদন্ত(ওসি)ওয়াসিমুল বারি জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে ও মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আরএক্স/