রাজশাহীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


রাজশাহীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫০ পিস কারেন্ট জাল ও ১০ পিস চাইনা দুয়ারি জাল জব্দ করা হয়।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বাঘা বাজারের মাজার গেটে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৫০ পিস কারেন্ট জাল ও ১০ পিস চাইনা দুয়ারি জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা এবং ওই দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আটককৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 


এসময় উপস্থিতি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,  উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভাসহ আরও অনেকে।


আরও পড়ুন:  আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ


উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অবৈধ জাল মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধনে ব্যাপক ভূমিকা রাখে, যা আমাদের প্রাকৃতিক মাছের উৎপাদনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক বলেন, আমি সকল ব্যবসায়ী ও জেলেদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি থেকে বিরত থাকেন এবং সচেতন নাগরিক হিসেবে জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করেন।


এসএ/