শেরপুরে ১৪টি রাস্তার টেণ্ডার, আরও ৯২টির প্রস্তাব, বদলে যাবে গ্রামীণ চিত্র
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১৭ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। "বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধিত)" শীর্ষক এই প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৪টি রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পের তত্ত্বাবধান করছে।
শেরপুর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় মোট ১৪.৪৯৯ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য দরপত্র সম্পন্ন হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ
গত ৮ জুলাই প্রকল্প পরিচালক গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ১৪টি রাস্তার জন্য মোট অনুমোদিত প্রাক্কলিত ব্যয় দেখানো হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ ১২ হাজার ২২০ কোটি টাকা। উল্লেখযোগ্য রাস্তাগুলো হলো : রনবীরবালা-ঝাঞ্জর হাট-এলাঙ্গী ইউপি সড়ক: দৈর্ঘ্য ২.৫১৯ কিলোমিটার। সালফা বাজার-খামারকান্দি ইউপি অফিস সড়ক: দৈর্ঘ্য ২.১৪৫ কিলোমিটার। খামারকান্দি ইউপি-ঘোড়দৌড় হাট-পর্বভবানীপুর-আমরুল ইউপি সড়ক: দৈর্ঘ্য ২.৫২০ কিলোমিটার। বথুয়াবাড়ি বাজার-খানপুর ইউপি সড়ক: দৈর্ঘ্য ১.৪২৫ কিলোমিটার। ঘোঘাহাট (বটতলা) বিশ্বহাট-আটাইল-ভবানীপুর ইউপি সড়ক: দৈর্ঘ্য ০.৪২০ কিলোমিটার। সিমাবাড়ি ইউপি-জোরগাছা ব্রিজ সড়ক: দৈর্ঘ্য ০.৯০৫ কিলোমিটার। সালফা বাজার-ঝাঞ্জর হাট-এলাঙ্গী ইউপি সড়ক: দৈর্ঘ্য ০.৭০০ কিলোমিটার। বোয়ালকান্দি-নলবারিয়া সড়ক: দৈর্ঘ্য ১.০০০ কিলোমিটার। চাকপাহাড়ী-খিদিরহাসড়া সড়ক: দৈর্ঘ্য ০.৬৬৫ কিলোমিটার। চাকখাগা-বিমজানী সড়ক: দৈর্ঘ্য ০.৫০০ কিলোমিটার। শাকদহ-খানপুর সড়ক: দৈর্ঘ্য ০.৮৭০ কিলোমিটার। গজারিয়া-বড়ইতলী সড়ক: দৈর্ঘ্য ০.৫০০ কিলোমিটার। ঘোড়দৌড়-নগর সড়ক: দৈর্ঘ্য ০.৫০০ কিলোমিটার। মাগুরাতৈর গ্রাম সড়ক: দৈর্ঘ্য ০.৭৫০ কিলোমিটার।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে আরো জানা যায়, শেরপুর উপজেলায় রাস্তার সংখ্যা ২৭৫ টি। এর মোট দৈর্ঘ্য হচ্ছে ৬৮০ কিলোমিটার। পাকা করন করা হয়েছে ৩৪১ কিলোমিটার, কাঁচা রাস্তা ২৭৬ কিলোমিটার। এসবিপি ও সোলিং বাবদ ৬০ কিলোমিটার। ২০২৫-২৬ অর্থবছরে ২২টি রাস্তা মেরামতের জন্য (এস্টিমেট) প্রস্তুত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শাহবন্দেগি ইউনিয়নের খন্দকার টোলা থেকে সাধুবাড়ী পাকারমাথা পর্যন্ত এবং কুসুম্বি ইউনিয়নের বাসস্ট্যান্ড থেকে কেল্লা পশি মেলা পর্যন্ত রাস্তা দুটি ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গর্তে- জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন যাবৎ ইট পেরেই চলছে চলাচল। এসব রাস্তায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন: নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
এদিকে, শেরপুর উপজেলায় নতুন কাঁচা রাস্তা উন্নয়নের জন্য বগুড়া উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ৯২টি রাস্তার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রকল্পের জন্য বগুড়া জেলায় মোট ৩,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, স্থানীয় রাস্তার চাহিদার পেক্ষিতে মন্ত্রানালয়ে সুপারিশ পাঠানো হয়। একনেকে তা পাশ হওয়ায়, দরপত্র আহ্বান করা হয়েছে। খন্দকার টোলার রাস্তার বিষয়ে বলেন, এ রাস্তার জন্য প্রায় ২ কিলোমিটার (আরসিসি) ঢালাই এর প্রস্তাব করা হয়েছে। পাশ হলে দ্রুত কাজ শুরু হবে।
বাসস্ট্যান্ড থেকে কেল্লা পশি মেলার রাস্তার বিষয়ে জানতে চাইলে উপ-বিভাগীয় প্রকৌশলী, শেরপুর সড়ক উপ-বিভাগ, বগুড়া শেখ রুহুল আজম বলেন, এ রাস্তার সংস্কার কাজ চলমান, তিনি আরো বলেন, রাস্তাটির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, পাশ হলে দ্রুত কাজ শুরু হবে। এছারাও রাস্তাটি পরিদর্শন করে একটি রিপোর্টও পাঠানো হয়েছে।
আরএক্স/