বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৮ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে সপ্তাহব্যাপী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


সপ্তাহজুড়ে কর্মসূচির মধ্যে ছিল, মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্যচাষি ও জেলেদের সঙ্গে সম্পদের টেকসই ব্যবহার নিয়ে মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুর ও জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক গুণগত মান পরীক্ষা,নিরাপদ মৎস্য উৎপাদন ক্যাম্পেইন, তরুণদের সঙ্গে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা এবং মৎস্যজীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা।


আরও পড়ুন: নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার ওবায়দুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমানসহ হ্যাচারি মালিক, মৎস্যচাষী ও বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা।


“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” -এ স্লোগানকে সামনে রেখে গত সোমবার (১৮ আগস্ট) শেরপুরে র‍্যালি ও সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়।


এএস