‘পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির পিছনে ষড়যন্ত্র করছে একটি মহল’


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২০শে আগস্ট ২০২৫


‘পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির পিছনে ষড়যন্ত্র করছে একটি মহল’
ছবি: প্রতিনিধি।

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির  পিছনে ষড়যন্ত্র করছে একটি মহল। ‎আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে। ভোট বানচাল করার জন্য বিভিন্ন মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল বাধা উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারী মাসেই জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্তবর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও সেনাবাহিনী সুষ্ঠু ভোট গ্রহনে বদ্ধ পরিকর। দেশের জনগন পিআর পদ্ধতি কি জিনিস বোঝে না। 

‎বুধবার (২০ আগষ্ট) দুপুরে পাবনার হাজিরহাট এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ-দপ্তর) এস এম আদনান উদ্দিনের উদ্যােগে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসময় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখন নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলিন হতে হবে। জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন তারাই দেশ পরিচলনা করবেন।

‎নেতাকর্মীদের উদ্যেশে তিনি বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে হবে। তার নির্দেশিত কথা পথ চলতর হবে। বিএনপির জন্য নিবেদিত প্রাণ হতে হবে। সব সময় একটিভ হয়ে কাজ করতে হবে। মানবিক কাজ করতে হবে। 

‎অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শরীফুল ইসলাম শরিফ, সাবেক সহ-সভাপতি আব্দুল মুহিত, পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মকু, জেলা ছাত্রদল নেতা শামীম হোসেন হৃদয় ও আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।


এসডি/