জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন পরিষদ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন পরিষদ
ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলায় গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদ। 


মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। 


সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সবুর আলী। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। 


বিশেষ অতিথি ছিলেন পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ৩২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। 


এছাড়াও চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মো: নাজমুল হক এ অর্জনের জন্য ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সাফল্য বাগজানা ইউনিয়নের জনগণের সম্মিলিত প্রয়াসের ফল। আগামী দিনে আরও আন্তরিকভাবে কাজ করে গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” 


এ অর্জনে এলাকায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, এটি শুধু বাগজানা ইউনিয়নের নয়, বরং পুরো জয়পুরহাট জেলার জন্য গৌরবের অর্জন।

এসএ/