নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৭ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে চলছে ট্রেন
ছবি: সংগৃহীত

নাটোরের লোকমানপুর স্টেশনসংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। 


মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে লাইনে ফাটল দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ভাঙা স্থানে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।


আরও পড়ুন: রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার


আব্দুলপুর স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে নিয়মিত পর্যবেক্ষণের সময় রেলওয়ে কর্মীরা লাইনে ফাটল দেখতে পান। পরে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল চালু রাখা হয়। তবে ওই অংশে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


ফাটল সত্ত্বেও ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ট্রেন দুটি ধীরগতিতে ভাঙা অংশ পার হয়েছে।


রেল শ্রমিক মোস্তাক আহমেদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছি। আপাতত বস্তা গুঁজে ট্রেন পার করছি।”


আরও পড়ুন: যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে


আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, “সকালে নিয়মিত পর্যবেক্ষণের সময় লাইনে ভাঙা অংশ দেখতে পাই। বর্তমানে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। মেরামতের কাজ চলমান আছে। অল্প সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।”


স্থানীয়রা দ্রুত স্থায়ী মেরামতের মাধ্যমে ট্রেন চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন।


আরএক্স/