নির্বাচন বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: দুলু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৯ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


নির্বাচন বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: দুলু
ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু ব্যক্তি বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যদি সময় মতো নির্বাচন না হয়, তবে শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ও গণতন্ত্র আবারও বিপন্ন হয়ে পড়বে।


তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, গণতন্ত্রের সংস্কার চাই, এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার।


মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুলু। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ/