ছাত্রীর ছুরিকাঘাতে শিক্ষক আহত, ‘হেল্প হেল্প’ বলে দৌড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ২০শে আগস্ট ২০২৫

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের গলায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক সাবেক ছাত্রীর (১৬) বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কলেজ ফটকের সামনে এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-কমিশনার গাজিউর রহমান বুধবার (২০ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ফটকের সামনে এক ছাত্রী ‘হেল্প হেল্প’ বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। এ সময় বাংলা বিভাগের শিক্ষক মারুফ কারখী মোটরসাইকেল নিয়ে তার দিকে এগিয়ে যান। হঠাৎ করেই মেয়েটি তার গলায় একাধিকবার ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে গলায় তিনটি ও হাতে পাঁচটি সেলাই দিয়ে বাসায় বিশ্রামের পরামর্শ দেন।
জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৩ সালে ওই ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার পর উপস্থিত লোকজন তাকে আটক করে পরিবারের জিম্মায় দিয়ে দেন। তবে ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন: নির্বাচন বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: দুলু
আহত শিক্ষক মারুফ কারখী বলেন, “ছাত্রীটিকে চিৎকার করতে দেখে আমি ভেবেছিলাম ছিনতাইয়ের শিকার হয়েছে। সাহায্য করার জন্য এগিয়ে যাই, কিন্তু সে হঠাৎ আমার গলায় ছুরি চালায়। আমি বুঝতে পারিনি আমি তার টার্গেট ছিলাম কিনা। তবে আমার মনে হয় সে হত্যার চেষ্টা করেছে।”
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ফটকের সামনে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে টুল-পিঁড়িতে বসে চুল দাড়ি কাটার ঐতিহ্য

বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

নির্বাচন বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: দুলু

জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন পরিষদ
