আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে টুল-পিঁড়িতে বসে চুল দাড়ি কাটার ঐতিহ্য
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫০ পিএম, ২০শে আগস্ট ২০২৫

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টুল-পিঁড়িতে বসে চুল দাড়ি কাটা এখন বিলুপ্তির পথে আধুনিকতার ছোঁয়ায় হাড়িয়ে যেতে বসেছে দীর্ঘদিনের এই পেশা তবে ঐতিহ্য রক্ষার জন্য অনেকেই আঁকড়ে ধরে রেখেছেন পেশাকে।
রাত পোহালেই জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার, গ্রামে গঞ্জে খোলা আকাশের নিচে দেখা মিলত ভ্রাম্যমাণ নরসুন্দরদের। চুল দাড়ি কামিয়ে মানুষের সুন্দর্য বাড়িয়ে দেন এজন্য তারা নরসুন্দর বা নাপিত নামেও পরিচিত।
আরও পড়ুন: বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ
মুসলিম নামে এক নরসুন্দর ( নাপিত) জানান, আগে এলাকায় সেলুন কম ছিল এখন মোড়ে মোড়ে সেলুন থাকায় তাদের কাস্টমার অনেক কমে গেছে তবে ঐতিহ্য রক্ষা করতে এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা অনেকেই।
চুল-দাড়ি কাটতে আসা কাস্টমাররা জানান, হাট বাজার করতে আসলে তাঁদের দেখা পাওয়া যায়। দামে কম পাওয়া যায় এজন্য যাদের প্রয়োজন সেখানেই চুল কাটেন তাঁরা।
আরও পড়ুন: নির্বাচন বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: দুলু
এলাকাবাসীরা জানান. আগে হাতে একটি ব্যাগ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে চুল দাড়ি কাটা নিয়মিত ছিল তবে এখন আর দেখতে পাওয়া যায় না। আয় রুজি কম হওয়ায় তাদের সন্তান রা ও বেছে নিচ্ছেন বিভিন্ন পেশা তবে কেউ কেউ ধরে রেখেছেন গ্রামীণ ঐতিহ্য।
টুল পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটা হয়তো আর ফ্যাশন নয়, কিন্তু এটা ছিল আমাদের সংস্কৃতির এক নির্ভেজাল অংশ। যতদিন মানুষ স্মৃতি খুঁজবে, ততদিন হয়তো বেঁচে থাকবে এই চিরচেনা এ দৃশ্য।
আরএক্স/