সাপাহারে বাস-ভ্যান সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ আহত ৫


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৫ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


সাপাহারে বাস-ভ্যান সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ আহত ৫
ছবি: প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর থানা মোড় সংলগ্ন সাপাহার-খঞ্জনপুর সড়কের রিয়াজুল জান্নাত মহিলা হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মধইল থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস উপজেলা সদরে প্রবেশের সময় সাপাহার থেকে খঞ্জনপুরগামী একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি বাসের নিচে ঢুকে যায়।


আরও পড়ুনপূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক


এ ঘটনায় ভ্যান চালক আব্দুস সামাদ (৩৬), উপজেলার ইসলামপুর গ্রামের আলমগীর হোসেন (৪০), তার স্ত্রী ববিতা খাতুন (৩২), মেয়ে আয়েশা খাতুন (৫) ও একই গ্রামের নাজমুল হোসেন (২৮) গুরুতর আহত হন।


আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। তবে খবর লেখা পর্যন্ত বাস ও ভ্যানটি ঘটনাস্থলেই পড়ে ছিল।


এসএ/