জনস্বার্থে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২২
জনস্বার্থে গণপরিবহনে-সড়কে শৃঙ্খলা আনয়নের চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ২২ ও ২৬ নম্বর যাত্রাপথে 'ঢাকা নগর পরিবহন' বাস সেবা চালু উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "পরিবহনের শৃঙ্খলা, রাস্তার শৃঙ্খলা, এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সিটি করপোরেশনের বাস রুট রেশনালাইজেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবাইকে বলব আমাদের স্বার্থে এই উদ্যোগকে সফল করবেন। জনস্বার্থে সফল করতে হবে।"
উন্নয়নের সুফল জনগণকে পৌঁছে দিতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের গুরুত্ব উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "এই নগরীতে, বাংলাদেশের সড়কে এত স্থাপনা -- কোনও কিছুই সত্যিকারের সুফল দেবে না, যদি শৃঙ্খলা না থাকে, রাস্তায় যদি শৃঙ্খলা না থাকে, পরিবহনে যদি শৃঙ্খলা না থাকে -- আমাদের উন্নয়ন বৃথা হয়ে যাবে।"
সড়কে শৃঙ্খলা আনয়নে দুই মেয়র পরিশ্রম করে চলেছেন এবং সংশ্লিষ্ট সকলকে এ কাজে সহযোগিতার আহবান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম সফল করতে হবে, সহযোগিতা করতে হবে। সেজন্য স্টেকহোল্ডার যারা আছেন -- মালিক, শ্রমিক ও আমাদের পুলিশ বাহিনী -- সবাইকে আমি (সহযোগিতার) অনুরোধ করব।"