‘র‌্যাবকে সহায়তা ২০১৮ সালেই বন্ধ’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৩ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


‘র‌্যাবকে সহায়তা ২০১৮ সালেই বন্ধ’
ছবি: সংগৃহীত

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবকে ২০১৮ সালেই সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত বুধবার (১২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের এই কথা বলেন।


মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করে দিয়েছে।


সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শেই র‍্যাব সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রই র‍্যাবকে প্রশিক্ষণ দিয়েছে। র‍্যাবের প্রশিক্ষণ, রসদ ও অস্ত্রশস্ত্র—সবই যুক্তরাষ্ট্রের দেওয়া। যুক্তরাষ্ট্র যেভাবে প্রশিক্ষণ দিয়েছে, সেভাবেই তারা কার্যক্রম চালাচ্ছে।


নিয়মিত সংবাদ সম্মেলনে নেড প্রাইসকে এ ব্যাপারে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১৮ সাল থেকে র‌্যাবকে সহযোগিতা দেওয়া আমরা বন্ধ করে দিই।


এ সময় নেড প্রাইস আরও বলেন, এটা বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশ বা বিশ্বের যেকোনো প্রান্তেই হোক না কেন, আমরা মানবাধিকার সমুন্নত রাখার বিষয়টিকে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখি।

জেবি/ আরএইচ/