ব্রুনাই সুলতানের ঢাকা সফর উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২০ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২
ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ শনিবার (১৫ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। এ সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
শনিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ব্রুনাইয়ের সুলতান। তাকে সেখানে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এটিই সুলতানের প্রথম বাংলাদেশ সফর। একই সঙ্গে বাংলাদেশে ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়েরও প্রথম সফর।
এ সফরে তিনটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
জেবি/ আরএইচ/