রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
ছবি: ইন্টারনেট

রাজধানী শ্যামপুরে গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে।


গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

 

দগ্ধরা হলেন— মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।


শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিনগত রাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ শ্রমিককে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

জেবি/ আরএইচ/