ব্ল্যাকআউটে জড়িতদের বরখাস্ত করা হবে: বিপু
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২
দেশে গত ৪ অক্টোবরের ব্ল্যাকআউট সম্পূর্ণ ‘ম্যান ফল্ট’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গতকাল শুক্রবার রাতে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘আসলে এটা ম্যান ফল্ট। আমি মনে করি এটা হিউম্যান ফল্ট। আমাদের যে ব্ল্যাকআউটটা হয়েছে সেটাতে বিপিডিবি লোড ম্যানেজমেন্ট করতে গিয়ে ফেল করেছে।’
তিনি বলেন, ‘লোডের যে ডিমান্ড ছিল এবং যে উৎপাদন ছিল তাতে ডিমান্ড উৎপাদনের থেকে বেশি ছিল। ডেসকো থেকে আরম্ভ করে সবাইকে বলা হয়েছিল তোমরা কাটডাউন করো, না হলে তোমরা বাধাগ্রস্ত হবা, ফ্রিকুএন্সিতে আরও বেশি ডিস্টার্ব হবে, সেটাই হয়েছে। ওরা কথা শোনেনি ওরা কন্টিনিউ করেছে, ব্ল্যাকআউট হয়ে গেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এ কারণে কতগুলো মানুষকে আমরা আইডেন্টিফাই করেছি। যারা নির্দেশনা শোনেনি তাদের আমরা স্যাক করব। রোববারের মধ্যে এগুলোর ব্যবস্থা নেব। এটা ম্যান ফল্ট, এটা কোনো টেকনিক্যাল ফল্ট না।’
জেবি/ আরএইচ/