পুলিশ বক্সে হামলার ঘটনায় ১১ জন রিমাণ্ডে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১২ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২


পুলিশ বক্সে হামলার ঘটনায় ১১ জন রিমাণ্ডে
ছবি: সংগৃহীত

মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ব্যাটারিচালিত ১১ রিকশাচালককে দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। 


আজ শনিবার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ রিমাণ্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।


এদিন এ মামলায় গ্রেফতার ১৩ রিকশাচালককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে প্রত্যেকের সাত দিন করে রিমাণ্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে আদালত ১১ জনের দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। অপর দুই রিকশাচালকের রিমাণ্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ চালকরা ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

জেবি/ আরএইচ/