জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা নিবেদন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৩ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদীন ওয়াদ্দৌলাহ। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যস্ততা।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় তাকে দেওয়া হয়েছে তিন বাহিনীর গার্ড অব অনার। এ সময় তিনি এক মিনিট নিরবতা পালন করেন,শ্রদ্ধা নিবেদন শেষে ব্রুনাই সুলতান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি সোনালু নামের গাছের চারা রোপণ করেন।
এদিকে সুলতানের আগমন-কে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মত,নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশের বিশেষ ওয়াচ টাওয়ার,উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ স্মৃতিসৌধ এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহাম্মেদ। এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।
এর আগে দুপুর ২টার পর সুলতান-কে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সুলতানের সফরসঙ্গী হিসেবে রাজকীয় পরিবারের সদস্য,সে দেশের বিভিন্ন মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন।
বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়। সাভার থেকে সুলতান সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন। ঢাকায় অবস্থানকালে সুলতান এই হোটেলেই অবস্থান করবেন। আজ সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হোটেলের সভাকক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন ব্রুনাইয়ের সুলতান। পরে তিনি বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।
রোববার (১৬ অক্টোবর) সকাল সোয়া ১০টায় সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সেখানে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার পরিবারের সদস্যরা সুলতানকে অভ্যর্থনা জানাবেন।
সকাল ১১টা ৫ মিনিটে ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করবেন। পরে পিএমও’র চামেলী হলে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে। সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুই দেশের নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সুলতান সেখানে ‘দর্শনার্থী বইতে’ স্বাক্ষর করবেন।
উক্ত বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে জানান, অতিথিদের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
আরএক্স