শাহজালালে সৌদি রিয়ালসহ যাত্রী গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২


শাহজালালে সৌদি রিয়ালসহ যাত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নুর নামের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।


বিমানবন্দরের বোর্ডিং পাস এলাকা থেকে আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাকে গ্রেফতার করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।


গ্রেফতারকালে তার কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।


ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ আসাদুজ্জামান নামের একজন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকা থেকে বিজি-০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ করেন।’


তিনি বলেন, ‘বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের সহযোগিতায় আটক করা হয়। পরে তাকে বৈদেশিক মুদ্রার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে আসাদুজামান অস্বীকার করেন। একপর্যায়ে তার ব্যাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়াল জব্দ করা হয়। এসব সৌদি রিয়ালের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’


শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।

জেবি/ আরএইচ/